ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিডিঙ্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিডিঙ্ক ছবি : সংগৃহীত

ঢাকা: হোসে মরিনহোর উত্তসূরি হিসেবে চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গাস হিডিঙ্ক। চলতি মৌসুমের শেষ পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজের দলের দায়িত্বে থাকবেন ডাচ এ কোচ।

শনিবার এক বিবৃতিতে ৬৯ বছর বয়সী হিডিঙ্ককে নিয়োগ দেওয়ার কথা জানায় চেলসি।

দ্বিতীয় মেয়াদে চেলসির কোচের দায়িত্ব নিলেন ৬৯ বছর বয়সী গাস হিডিঙ্ক।

এর আগে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে হিডিঙ্ককে অভিনন্দন জানায় অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল টিম। সেখানে চেলসির কোচ হিসেবে মরিনহোর স্থলাভিষিক্ত হওয়ায় সাবেক কোচের (২০০৫-০৬ সালে অস্ট্রেলিয়ার কোচ ছিলেন হিডিঙ্ক) প্রতি শুভকামনা জানানো হয়।

২০০৯ সালের ফেব্রুয়ারিতে লুইস ফেলিপে স্কলারিকে বরখাস্তের পর চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান হিডিঙ্ক। ডাচ কোচের অধীনে লিগ টেবিলের তৃতীয় স্থানে থেকে ২০০৮-০৯ মৌসুম শেষ করে করে চেলসি। এছাড়াও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পাশাপাশি এফএ কাপের শিরোপা ঘরে তোলে ব্লুজরা।

হিডিঙ্ক তার শিষ্যদের নিয়ে নতুন মিশনে মাঠে নেমেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে সান্দারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে নামে চেলসি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।