ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়ান জাবি ছাত্রলীগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
চ্যাম্পিয়ান জাবি ছাত্রলীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৫‘ এ চ্যাম্পিয়ান হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।



রোববার (২০ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ দলে সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দলে সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স অংশগ্রহণ করেন।

ফাইনাল খেলায় ‘ম্যান অব দ্যা ম্যাচ‘ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি।

খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

টুর্নামেন্টে ছাত্রলীগের ৮টি ইউনিটের ৮টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।