ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কারাতে রেফারি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
কারাতে রেফারি প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঢাকা: বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৫'। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বুধবার (২৩ ডিসেম্বর) শুরু হয়েছে দুইদিনের (২৩ ও ২৪ ডিসেম্বর) কারাতে রেফারি প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কারাতে রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আলী আহসান বাদল। এ সময় উপস্থিত ছিলেন রেফারি ও সিনিয়র কারাতে প্রশিক্ষক মজিবুর রহমান খান, মুস্তাফিজুর রহমান ও মোজাম্মেল হক মিলন।

প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৪০ জন রেফারি অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।