ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নেইমারের বেতন তিনগুণ করছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
নেইমারের বেতন তিনগুণ করছে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির পর বার্সেলোনার দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হতে যাচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান ‍তারকার সঙ্গে নতুন চুক্তির অংশ হিসেবেই নাকি এমন লোভনীয় প্রস্তাব দেবে কাতালানরা।

স্প্যানিশ দৈনিক ‘মার্কা’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।

বর্তমানে প্রতি মৌসুমবাবদ নেইমারের বেতন ট্যাক্সসহ ১০.৫ মিলিয়ন ইউরো। জানা যায়, অঙ্কটা প্রায় তিনগুণ হতে যাচ্ছে। নতুন চুক্তি হলে, বছরে ৩০ মিলিয়ন ইউরো পকেটে পুরবেন ব্রাজিলিয়ান অধিনায়ক।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি বার্সা। চুক্তি নবায়নের কথা থাকলেও ঠিক কবে নাগাদ তা বাস্তবায়িত হবে তাও নিশ্চিত নয়। অবশ্য, স্প্যানিশ জায়ান্টরা বরাবরই বলে আসছে, খুব দ্রুতই নেইমারের সঙ্গে দীর্ঘমেয়াদী নতুন চুক্তি সম্পন্ন করা হবে।

সূত্রমতে, দলবদলের বাজারে বিশ্বমানের ক্লাবগুলোর লোভনীয় প্রস্তাবের কথা মাথায় রেখেই নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে বেশ তোড়জোড় চালাচ্ছে বার্সা। বিশেষ করে, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলোর অতি আগ্রহের কারণেই নড়েচড়ে বসে লা লিগা চ্যাম্পিয়নরা।

প্রসঙ্গত, চলতি বছরের ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে দলে ভেড়াতে এক প্রকার উঠেপড়েই লাগে ম্যানইউ। রেকর্ড ট্রান্সফার ফি দিতেও প্রস্তুত ছিল রেড ডেভিলসরা। এরপরই নেইমারের সঙ্গে দ্রুত নতুন চুক্তি সম্পন্ন করার আগাম ঘোষণা দিয়ে রাখে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অচিরেই হয়তো তা বাস্তবে রূপ নেবে!

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।