ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ম্যানসিটির ড্রয়ে শীর্ষে থেকে আর্সেনালের বছর শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ম্যানসিটির ড্রয়ে শীর্ষে থেকে আর্সেনালের বছর শেষ ছবি: সংগৃহীত

ঢাকা: পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বছর শেষ করলো আর্সেনাল। গানারদের হটিয়ে এক নম্বরে ওঠার সুযোগটি হাতছাড়া করে এ মৌসুমের চমক লিচেস্টার সিটি।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে লিচেস্টার।

কিং পাওয়ার স্টেডিয়ামে বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে স্বাগতিক লিচেস্টারের চেয়ে বেশ এগিয়ে থাকে ম্যানসিটি। কিন্তু, পুরো ম্যাচ জুড়েই গোলের জন্য হাহাকার করেন আগুয়েরো-স্টার্লিং-ডি ব্রুইনদের মতো বিশ্বমানের স্ট্রাইকাররা। অবশ্য, ডেনিস গোলরক্ষক ক্যাস্পার কয়েকটি সেভ না করলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত সিটিজেনরা।

অন্যদিকে, লিচেস্টারও কম যায়নি। তবে কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকটি আক্রমণ করেও ম্যানসিটির ডিফেন্স দেয়াল ভাঙতে পারেনি স্বাগতিকরা। তাই নির্ধারিত সময় শেষে দু’দলই ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে।

পয়েন্ট টেবিলে আর্সেনাল ও লিচেস্টার দু’দলের পয়েন্ট সমান ৩৯। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান অক্ষুন্ন থাকে গানারদের। সমান ১৯ ম্যাচে তিন পয়েন্টে পিঁছিয়ে থেকে তিন নম্বরে ম্যানসিটি। ৩৫ পয়েন্ট নিয়ে চারে টটেনহাম ও ৩১ পয়েন্টে পাঁচে ক্রিস্টাল প্যালেস।

অন্যান্য ইংলিশ জায়ান্টদের মধ্যে ছয় নম্বরে ম্যানইউ, দশম স্থানে লিভারপুল আর ১৪ নম্বর অবস্থানে চেলসি। তিন দলের পয়েন্ট যথাক্রমে ৩০, ২৭, ২০।

প্রসঙ্গত, লিভারপুলের সামনে রয়েছে সাত নম্বরে উঠার হাতছানি। প্রিমিয়ার লিগে ২০১৫ সালের শেষ ম্যাচে স্বাগতিক সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে অল রেডসরা। বুধবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।