ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রীতি ম্যাচে ইন্টারের ‍মুখোমুখি পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
প্রীতি ম্যাচে ইন্টারের ‍মুখোমুখি পিএসজি ছবি: সংগৃহীত

ঢাকা: কাতারের দোহায় ইন্টার মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ২০১৬ সালের জন্য প্রস্তুত হতে বছরের শেষ ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে দু’দল।



বুধবার (৩০ ডিসেম্বর) জসীম বিন হামাদ স্টেডিয়ামে ইন্টারের মুখোমুখি হবে পিএসজি। এটি আল সাদ ক্লাবের হোম গ্রাউন্ড। বলাই বাহুল্য, বার্সেলোনার স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ আল সাদের হয়ে খেলছেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

গত বছরের শেষ দিনে সর্বশেষ দু’দল মুখোমুখি হয়। মরক্কোয় অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে ন্যুনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। একমাত্র গোলটি (দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে) করেছিলেন ফ্রেঞ্চ মিডফিল্ডার ইয়োহান কাবাই। এবার কী তবে ইন্টারের প্রতিশোধের পালা! নাকি ইতালিয়ান জায়ান্টদের আরেকটি পরাজয়ের স্বাদ উপহার দেবে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা?

প্রসঙ্গত, কাতারে চারদিনের ট্রেনিং ক্যাম্পের শেষদিন পার করছে পিএসজি। জানা যায়, ইন্টারের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষেই সরাসরি প্যারিসের উদ্দেশ্যে উড়াল দেবে পিএসজি টিম। ওয়াস্কুয়েহালের বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ম্যাচের (৩ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৭টায়) মধ্য দিয়ে নতুন বছরের মিশনে নামবেন ইব্রা-ডি মারিয়ারা।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।