ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আবারো পিএসজির কাছে হারলো ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আবারো পিএসজির কাছে হারলো ইন্টার জিন কেভিন অগাস্টিন (মাঝে)/ছবি: সংগৃহীত

ঢাকা: কাতারে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) চারদিনের ট্রেনিং ক্যাম্পের মধুর সমাপ্তিই হলো। শেষ দিনে প্রীতি ম্যাচে ইন্টার মিলানকে হারিয়ে প্যারিসে ফিরে যায় ফরাসি চ্যাম্পিয়নরা।

ইতালিয়ান জায়ান্টদের প্রতিশোধ নেওয়াটা হলো না। গত বছরের পর এবারও পিএসজির কাছে ন্যুনতম ব্যবধানে (১-০) হারের মুখ দেখল ইন্টার।

জসীম বিন হামাদ স্টেডিয়ামে (আল সাদ স্টেডিয়াম) দু’দলের কোচই শক্ত লাইন-আপ বেছে নেন। অবশ্য, পিএসজির স্কোয়াডে থাকলেও ডেভিড লুইজ, থিয়াগো সিলভা, হাভিয়ের পাস্তোরে, অ্যাঙ্গেল ডি মারিয়া, এডিনসন কাভানি ও এজেকুয়েল লাভেজ্জির মতো তারকা খেলোয়াড়দের মাঠে নামাননি লঁরা ব্লাঁ। অন্যদিকে, সেরা একাদশ নিয়েই মাঠে নামে ইন্টার।

জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে তরুণ ফ্রেঞ্চ স্ট্রাইকার জিন কেভিন অগাস্টিনকে আক্রমণভাগে রাখেন পিএসজি কোচ। তবে আস্থার প্রতিদান দিতেও ভুল করেননি অগাস্টিন। তার গোলেই (৪৫ মিনিটে) প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এর আগে ২০১৪ সালের শেষ দিনে প্রীতি ম্যাচে ইন্টারের মুখোমুখি হয়েছিল পিএসজি। মরক্কোয় অনুষ্ঠিত ম্যাচটিতেও ন্যুনতম (১-০) ব্যবধানের জয় পায় ফ্রেঞ্চ জায়ান্টরা। একমাত্র গোলটি (দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে) করেছিলেন ফ্রেঞ্চ মিডফিল্ডার ইয়োহান কাবাই। কাকতালীভাবে বছর ঘুরে এবারও একই ব্যবধানের জয় পেল লঁরা ব্লাঁর শিষ্যরা।

উল্লেখ্য, ওয়াস্কুয়েহালের বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ম্যাচের (৩ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৭টায়) মধ্য দিয়ে নতুন বছরের মিশনে নামবেন ইব্রা-ডি মারিয়ারা।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।