ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইউরোপ সেরা আক্রমণভাগে এমএসএন ত্রয়ী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
ইউরোপ সেরা আক্রমণভাগে এমএসএন ত্রয়ী ছবি: সংগৃহীত

ঢাকা: যে দলে মেসি-নেইমার-সুয়ারেজকে (এমএসএন) নিয়ে বিশ্বমানের আক্রমণভাগ রয়েছে তারা তো গোল সংখ্যাই এগিয়ে থাকবেই! হয়েছেও তাই। ২০১৫ সালে ইউরোপের শীর্ষ লিগগুলোতে ম্যাচপ্রতি গোল গড়ে শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা।



রেকর্ডের মধ্য দিয়ে ২০১৫ সালকে বিদায় জানায় বার্সা। বছরের শেষ ম্যাচে রিয়াল বেটিসকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কাতালানরা রিয়াল মাদ্রিদের রেকর্ড টপকে যায়। এক বছরে ১৮০ গোলের নতুন রেকর্ড গড়ে লুইস এনরিকের শিষ্যরা। এর আগে ২০১৪ সালে গ্যালাকটিকোরা ১৭৮টি গোল করে এ তালিকায় শীর্ষে ছিল।

গত বছরে লা লিগায় বার্সার এমএসএন ত্রয়ী মিলে প্রতিপক্ষের জালে ১০৯ বার বল পাঠান। ইউরোপের শীর্ষ পাঁচটি (ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্স) লিগে কোনো ক্লাবের আক্রমণভাগই এতো সংখ্যক গোলের দেখা পায়নি।

ম্যাচপ্রতি গোলের পরিসংখ্যানে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের শীর্ষ ১০টি ক্লাবের অবস্থান তুলে ধরা হলো:

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।