ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

গঞ্জর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জয়ী চরসালেপুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
গঞ্জর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জয়ী চরসালেপুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের মরহুম গঞ্জর আলী মোল্যা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী হয়েছে চরসালেপুর ফুটবল একাদশ।

চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়।



খেলায় উপজেলার চরসালেপুর ফুটবল একাদশ চরহাজীগঞ্জ ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে।

খেলা শেষে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দেন।

এসময় অন্যদের মধ্যে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রশিদ, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলাটি পরিচালনা করেন মরহুম গঞ্জর আলী মোল্যা স্মৃতি ফুটবল টুর্নামেন্টর আহ্বায়ক মো. আনোয়ার আলী মোল্যা।

চরসালেপুর ফুটবল একাদশের পক্ষে একলাখ টাকা পুরস্কার গ্রহণ করেন ইউপি চেয়ারম্যান ওবায়দুল বারি দিপু। চর হাজিগঞ্জ ফুটবল একাদশকে রানার্সআপ পুরস্কার হিসেবে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
আরকেবি/এএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।