ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জার্মানদের সেরা ওজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
জার্মানদের সেরা ওজিল মেসুত ওজিল

ঢাকা: স্পোর্টস ম্যাগাজিন ‘কিকার’র চোখে জার্মানির বাইরে খেলা জার্মান খেলোয়াড়দের মধ্যে সেরা মেসুত ওজিল। আর্সেনালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ২৭ বছর বয়সী এ মিডফিল্ডার সম্প্রতি গোল ডট কম এর ভোটিং জরিপে ইউরোপের বর্ষসেরা একাদশেও জায়গা করে নেন।



ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ইতোমধ্যেই সতীর্থদের দিয়ে ১৬টি গোল করিয়েছেন ওজিল। বলা যায়, মিডফিল্ডার হিসেবে প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন জার্মান তারকা।

জার্মান ফুটবলারদের মধ্যে বাইরের দেশে খেলা খেলোয়াড়দের ‍চারটি ক্যাটাগরিতে (ওয়ার্ল্ড ক্লাস, ইন্টারন্যাশনাল ক্লাস, প্লেয়ার্স অব নোট ও প্লেয়ার্স ইন ফোকাস) ভাগ করে জরিপ করা হয়। এর মধ্যে একমাত্র ওজিলই জার্মানদের মধ্যে ‘ইন্টারন্যাশনাল ক্লাস’ ক্যাটাগরিতে নাম লেখান।

রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রস, সামি খেদিরা, বাস্তিয়ান শোয়েইনস্টাইগারের মতো স্বদেশী তারকাদের পেছনে ফেলে সেরার আসনে বসেন ওজিল। অন্যদিকে, অল্পের জন্য ‘ওয়ার্ল্ড ক্লাস’ ক্যাটাগরি মিস করেন ওজিল। এর পেছনে মৌসুমের শুরুর দিকে তার ফর্মহীনতাকে কারণ হিসেবে দাঁড় করায় ম্যাগাজিনটি।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।