ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সমতায় বাংলাদেশ অলিম্পিক ও বাহরাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
সমতায় বাংলাদেশ অলিম্পিক ও বাহরাইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে রুবেলের সহায়তায় দুর্দান্ত গোল করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে এগিয়ে দেন ইউসুফ সিফাত। তবে খেলার ২২ মিনিটে বাহরাইনের জসিম গোল করলে সমতায় ফেরে সফরকারীরা।



এরআগে বঙ্গবন্ধু গোল্ডকাপে বিকেলে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল তথা অলিম্পিক দল।

এদিকে বাংলাদেশ মূল দল শ্রীলঙ্কার বিপক্ষে ৪-২ গোলে জিতে শুভ সূচনা করেছিল। আট দল নিয়ে এবারে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।