ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জাতীয় কাবাডি পুরুষ দলকে ওয়ালটনের ট্রাকস্যুট প্রদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
জাতীয় কাবাডি পুরুষ দলকে ওয়ালটনের ট্রাকস্যুট প্রদান ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ০৬-১৬ ফেব্রুয়ারি ভারতের আসাম রাজ্যের গৌহাটি এবং মেঘালয়ের রাজধানী শিলংয়ে অনুষ্ঠিত হবে এসএ গেমস। এই আসরে অংশ নেবে বাংলাদেশ জাতীয় কাবাডি দল।

এসএ গেমস উপলক্ষে নীবিড় অনুশীলন চলছে পুরুষ কাবাডি দলের। তাদের উৎসাহিত করতে ও শুভকামনা জানিয়ে সোমবার (১১ জানুয়ারি) দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন’ ট্রাকস্যুট প্রদান করেছে।

ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) জাতীয় পুরুষ কাবাডি দলকে ট্রাকস্যুট প্রদান করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি ও কাবাডি দলের ম্যানেজার মো. নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, কোচ কে. জগমোহন ও ওয়ালটন গ্রুপের সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফসহ অন্যান্যরা।

এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) জানান, ‘ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিতব্য এসএ গেমস উপলক্ষে বাংলাদেশ জাতীয় কাবাডি দল অনেকদিন ধরেই প্রশিক্ষণ নিচ্ছে। তাদের জন্য শুভকামনা জানিয়ে ওয়ালটন গ্রুপ ট্রাকস্যুট প্রদান করেছে। আশা করব বাংলাদেশ দল বরাবরের মতোই কাবাডিতে পদক নিয়ে আসবে। ’

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘ওয়ালটন সব সময়ই আমাদের পাশে রয়েছে। তাদের পৃষ্ঠপোষকতায় আমরা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে থাকি। আসন্ন এসএ গেমস উপলক্ষে আমাদের পুরুষ ও নারী কাবাডি দল প্রশিক্ষণ নিচ্ছে। তাদের উৎসাহিত করতে ওয়ালটন ট্রাকস্যুট প্রদান করেছে। এ জন্য ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাই। ’

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ বলেন, ‘ওয়ালটন গ্রুপ শুধু কাবাডি ফেডারেশন নয়, দেশের প্রায় ৪৫টি ফেডারেশনের সঙ্গেই কাজ করছে। এ জন্য তাদের সাধুবাদ জানাই। ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য ওয়ালটন গ্রুপের মতো প্রতিষ্ঠান দরকার। আসন্ন এসএ গেমসে কাবাডি থেকে পদক আসবে ইনশাল্লাহ। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।