ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মেসিকেই আইডল মানেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
মেসিকেই আইডল মানেন নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। এ পুরস্কার জিততে আর্জেন্টাইন অধিনায়ক পেছনে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ক্লাব সতীর্থ নেইমারকে।

প্রথমবারের মতো বর্ষসেরার প্রাথমিক তালিকায় থাকা নেইমার জানান তার ফুটবল ক্যারিয়ারের আইডল হচ্ছেন মেসি।

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসির প্রতিদ্বন্দ্বী নেইমার থাকলেও ব্রাজিলিয়ান অধিনায়ক জানান, পুরস্কারটির জন্য মেসিই যোগ্য। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পাড়ি দেওয়ার পর মেসিকে সঙ্গী করেই দুর্দান্ত পারফর্ম করে চলেছেন ২৩ বছরের তরুণ নেইমার।

সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ফিফপ্রো সেরা একাদশে জায়গা পাওয়া নেইমার তার ফেসবুক পেজে মেসিকে উদ্দ্যেশ্য করে একটি পোস্ট দেন। যেখানে লেখা ছিল, এটা আমার জন্য খুবই সম্মানের যে আমি মেসির সঙ্গে খেলতে পারছি। আর বর্তমানে একই কাতারে রয়েছি। তুমি অনেক বড় আর তুমিই আমার আইডল। এ পুরস্কারের যোগ্য তুমি। ’

২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে বার্সায় আসেন নেইমার। আর এখন পর্যন্ত কাতালানদের হয়ে ১১৫ ম্যাচ খেলে করেছেন ৭২ গোল।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।