ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জাতীয় রাগবিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ও ঢাকা জেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
জাতীয় রাগবিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ও ঢাকা জেলা ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় রোববার থেকে পল্টন মাঠে শুরু হয় ‘ওয়ালটন জাতীয় পুরুষ ও মহিলা রাগবি প্রতিযোগিতা-২০১৬। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা মঙ্গলবার (১২ জানুয়ারি) পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে।



এবারের ওয়ালটন জাতীয় রাগবি প্রতিযোগিতার পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা।

ফাইনাল শেষে প্রধন অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর (লিগ্যাল ডিপার্টমেন্ট) মো. আনিছুর রহমান। উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক মোজিবুর রহমান, টুর্নামেন্ট কমিটির সম্পাদক সাঈদ আহমেদ (পুরুষ) এবং পারভীন পুতুল (মহিলা)।

এফ.এম. ইকবাল বিন আনোয়ার জানান, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগে পুরুষদের জাতীয় রাগবি প্রতিযোগিতা হয়েছে। এবারই আমরা প্রথম নারীদের রাগবির জন্য উদ্যোগ নেই। সেটা সফলভাবে শেষ হয়েছে। ওয়ালটন গ্রুপ নারীদের অংশগ্রহণ ও উন্নয়নে বিশ্বাসী। ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্টের সঙ্গে ওয়ালটন গ্রুপ সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবে। ’

ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেন,  ‘ওয়ালটন গ্রুপ তাদের সীমিত সামর্থ দিয়ে দেশের খেলাধুলাকে এগিয়ে নিচ্ছে। তারা শুধু রাগবি নয়, সব ফেডারেশনের সঙ্গেই যুক্ত হচ্ছে। ওয়ালটন গ্রুপ আগেও রাগবি প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছে। এবারও তারা আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাই। ওয়ালটন গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠান খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসলে ক্রীড়াঙ্গন আরো বেশি প্রাণবন্ত হতে পারত। আশা করব ভবিষ্যতেও ওয়ালটন গ্রুপ রাগবির পাশে থাকবে। ’

পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী  ৫১-০ পয়েন্টে চট্টগ্রাম জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর মেয়েদের বিভাগে ঢাকা জেলা ৫-০ পয়েন্টে নড়াইল জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় (পুরুষ) নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী দলের নাদিম মাহমুদ এবং সেরা খেলোয়াড় (মহিলা) নির্বাচিত হয়েছেন নড়াইল জেলা দলের নিশা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।