ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বার্সার জার্সিতে সই করলেন পগবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বার্সার জার্সিতে সই করলেন পগবা ছবি : সংগৃহীত

ঢাকা: গত মৌসুমেই পল পগবার জুভেন্টাস ছাড়ার গুঞ্জন উঠেছিল। বার্সেলোনার সর্বশেষ ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথী হুয়ান লাপোর্তা তো সরাসরিই বলেছিলেন, নির্বাচিত হলে জুভেন্টাস থেকে পগবাকে দলে বেড়াবেন।

তবে জোসেফ মারিয়া বার্তোমেউ পুনরায় প্রেসিডেন্ট হওয়ায় ফ্রেঞ্চ তারকার ন্যু ক্যাম্পে পাড়ি জমানোর সম্ভাবনাটা আর আগ বাড়ায়নি।

তবে পগবা নিজেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন! সুইজারল্যান্ডের জুরিখে ২০১৫ ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড অনু্ষ্ঠানে ফিফা ফিফপ্রো একাদশে (বর্ষসেরা একাদশ) জায়গা করে নেন ২২ বছর বয়সী এ মিডফিল্ডার। সেখানে বার্সেলোনার জার্সিতে অটোগ্রাফ দেওয়ার মুহূর্তের একটি ভিডিও নিজের ইন্সটাগ্রাম পেজে আপলোড করেছেন পগবা।

তবে কী বার্সায় নাম লেখানোর ইচ্ছাটাই প্রকাশ করলেন পগবা? অবশ্য, নিজে থেকে এখনো সরাসরি কিছু বলেননি। তাহলে কেনই বা কাতালান ক্লাবের জার্সিতে সই করে নিজের নাম লিখলেন বিশ্বের অন্যতম উদীয়মান এ খেলোয়াড়। এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে তার ভাষ্য, ‘বার্সার জার্সিতে অটোগ্রাফ দিয়েছি ঠিকই। কিন্তু, এটি অন্য কিছু বোঝাচ্ছে না। ’

এদিকে, অদূর ভবিষ্যতে ব্যালন ডি’অর জেতার লক্ষ্যটা জানিয়ে রেখেছেন পগবা, ‘আশা করছি, একদিন আমিও ব্যালন ডি’অর ট্রফি জিতব। কিন্তু, সেক্ষেত্রে অনেক বাধা বিপত্তি পেরোতে হবে। এখন যেভাবে আছি ঠিক তেমনিই এগিয়ে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। ’

জুভেন্টাস তারকা ‍উল্লেখ করেন, ‘বর্ষসেরা একাদশে থাকতে পেরে আমি খুবই খুশি। এটি আমার কাছে একটি বিজয়ের দিন। এখান থেকেই সামনের লক্ষ্যগুলো অতিক্রম করতে চাই। নিজেকে নিয়ে আমি সন্তুষ্ট। যারা আমাকে এ অবস্থানে আসতে সাহায্য করেছে তারাও নিশ্চয়ই গর্ববোধ করছে। ’

বাংলাদেশ সময় : ১৭২১ ঘন্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।