ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করবে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করবে রিয়াল

ঢাকা: ফিফা কতৃক  আগামী দুই ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার কেনা-বেচার ওপর রিয়াল মাদ্রিদ নিষেধাজ্ঞা পেয়েছে। তবে কোন ধরনের অন্যায় করেনি জানিয়ে নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করার বিষয়টি নিশ্চিত করেছে নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে দলটি।



রিয়াল ছাড়াও একই অপরাধে শাস্তি দেওয়া হয়েছে লস ব্ল্যাঙ্কসদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদকে। স্প্যানিশ জায়ান্ট দলগুলোকে ফিফার দ্বারা বলা হয়েছে, ১৮ বছরের নিচে কোন ফুটবলারকে তারা আগামী দুই ট্রান্সফার উইন্ডোতে ঘরে ভেড়াতে পারবে না।

এদিকে অ্যাতলেটিকো মাদ্রিদও নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করার বিষয়টি নিশ্চিত করেছে। যদিও দল দুটি চলতি জানুয়ারি উইন্ডোতে ফুটবলারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে।

রিয়ালের এক বিবৃতিতে বলা হয়, ফিফার এই সিদ্ধান্তের ব্যাপারে আমরা আপিল করবো। এটি অগ্রহণীয় একটি ব্যাপার।

এদিকে জায়ান্ট ক্লাব রিয়ালের জন্য নিষেধাজ্ঞার খবরটি বেশ ঝামেলারও বটে। কারণ চলতি মৌসুমে ঘরোয়া কাপ কোপা দেল রে থেকে বহিষ্কার হয়েছে লা গ্যালাকটিকোরা। আর দলের বাজে পারফর্মের কারণে মাত্র পাঁচ মাস পরে কোচ রাফায়েল বেনিতেজকে সরিয়ে দিয়েছে ক্লাবটি।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৬
এমএমএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।