ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

গ্রিজম্যানের জোড়া গোলে কোয়ার্টারে অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
গ্রিজম্যানের জোড়া গোলে কোয়ার্টারে অ্যাতলেটিকো ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা দেল রে’র শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৩-০ ব্যবধানের জয় পেল অ্যাতলেটিকো মাদ্রিদ। অ্যান্তোনিও গ্রিজম্যানের জোড়া গোলে রায়ো ভায়োকানোর বিপক্ষে এমন সহজ জয়ে আসরটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো দিয়েগো সিমিওনের শিষ্যরা।

দুই লেগ মিলিয়ে ৪-১ অ্যাগ্রিগেটে জয় পেল দলটি।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে ভায়োকানোকে দ্বিতীয় লেগে আতিথিয়েতা জানায় লা লিগার বর্তমান শীর্ষ দল অ্যাতলেটিকো। এরআগে ভ্যালেন্সিয়ার মাঠে প্রথম লেগের খেলায় ১-১ গোলে ড্র করেছিলো রোজি ব্ল্যাঙ্কসরা।

এদিন খেলার প্রথমার্ধ অবশ্য অ্যাতলেটিকোর হয়ে গোলের সূচনাটা করেন অ্যাঙ্গেল কোরেয়া। ম্যাচের ৪০ মিনিটে দুর্দান্ত গোল করে দলের লিড নেন এ আর্জেন্টাইন।

খেলার দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের লিড বাড়াতে বেশ ঘাম ঝড়াতে হয়। তবে ম্যাচের ৮০ মিনিটে সেট-পিস থেকে নিজের প্রথম গোলের পাশাপাশি দলের লিড দুইয়ে নিয়ে যান ফ্রেঞ্চ তারকা গ্রিজম্যান।

এদিকে খেলার নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে (৯১ মিনিট) নিজের জোড়া গোলের পাশাপাশি অ্যাতলেটিকোর ৩-০ ব্যবধানের সহজ জয় নিশ্চিত করেন গ্রিজম্যান।

অ্যাতলেটিকো এ ম্যাচে স্বস্তির জয় পেলেও ফিফা কতৃক ফুটবলার নিবন্ধনে নিষেধাজ্ঞা শুনতে হয়েছে তাদের। আগামী দুই ট্রান্সফার উইন্ডোতে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৮ বছরের নিচে কোন ফুটবলারদের দলে ভেড়াতে পারবে না অ্যাতলেটিকো।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।