ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অখ্যাত কাসেরেসকে দলে নিলো সিটিজেনরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
অখ্যাত কাসেরেসকে দলে নিলো সিটিজেনরা ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান পেশাদারি ফুটবল ক্লাব সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স থেকে অ্যান্তোনিও কাসেরেসকে দলে টানলো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। কাসেরেসের ইংলিশ লিগে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে ম্যারিনার্স।



২০১৩ সালে ‍অস্ট্রেলিয়ান সর্বোচ্চ পর্যায়ের লিগে ম্যারিনার্সের হয়ে অভিষেক হয় কাসেরেসের। যেখানে মিডফিল্ডে খেলা এ অখ্যাত ফুটবলার এখন পর্যন্ত ৭৩ ম্যাচে তিনটি গোল করেছেন।

এদিকে ধারণা করা হচ্ছে, ‍অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত কোন ম্যাচ না খেলা কাসিরেস, ম্যানসিটি থেকে পরে মেলবোর্ন সিটিতে ধারে খেলতে যাবেন। কারণ ম্যানসিটি ও মেলবোর্ন সিটি একই গ্রুপের অধীনস্থ ক্লাব।

যদিও মেলবোর্ন সিটির কোচ জন ফন’ট স্কিপ এখন পর্যন্ত এমন কোন আভাস দেননি। তিনি বলেন, ‘ম্যানচেস্টার সিটি কাসেরেসকে দলে নিয়েছে। এটার বাইরে আর কিছুই বলতে চাই না। তবে সবাই জানে সে খুবই ভালো ফুটবলার। সে এ-লিগে দারুণ খেলেছে। ’

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।