ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বার্সায় যোগ দিচ্ছেন পগবা-রামসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বার্সায় যোগ দিচ্ছেন পগবা-রামসি পল পগবা ও অ্যারন রামসি / ছবি:সংগৃহীত

ঢাকা: পল পগবা ও অ্যারন রামসি। একজন খেলেন ইতালিয়ান লিগে।

আরেকজন ইংলিশ লিগে। দু’জনই বর্তমান ফুটবল বিশ্বের প্রতিভাবান মিডফিল্ডারদের মধ্যে অন্যতম। এর মধ্যে জুভেন্টাসের ফ্রেঞ্চ তারকা পগবা তো সম্প্রতি ফিফার বর্ষসেরা একাদশে জায়গা করে নেন। অন্যদিকে, আর্সেনালের হয়ে প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন রামসি। আসছে সামার ট্রান্সফার উইন্ডোতে দু’জনকেই দলে বেড়ানোর প্রস্তুতি নিচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

ব্যালন ডি’অর অনুষ্ঠানে বার্সেলোনার জার্সি সই করে ন্যু ক্যাম্পে পাড়ি জমানোর আগ্রহের জানান দেন পল পগবা! এবার নতুন খবর হলো, সুইজারল্যান্ডের জুরিখে ব্যালন ডি’অর অনুষ্ঠানেই নাকি লিওনেল মেসিকে পগবা বলেছিলেন, ‘আমি বার্সেলোনায় তোমার সঙ্গে খেলতে চাই। ’ স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভোর বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।

জানা যায়, দলবদলের বাজারে পগবার ব্যাপারে আশাবাদী বার্সা। কাতালানদের ইন্টারন্যাশনাল স্পোর্টিং ডিরেক্টর আরেইদো ব্রাইদা ও জুভেন্টাসের ডিরেক্টর জেনারেল বিপি মারোত্তার মধ্যকার সম্পর্কটা যে বেশ ভালোই যাচ্ছে। তাছাড়া, ন্যু ক্যাম্পে পাড়ি জমাতে পগবা নিজেও নাকি মুখিয়ে আছেন। এমনকি, ইংলিশ লিগে ফেরা বা প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন ২২ বছর বয়সী এ মিডফিল্ডার।

অন্যদিকে, গত মৌসুমেই রামসির ওপর চোখ রাখে বার্সা। কিন্তু সেবার এমন সম্ভাবনা নাকোচ করে দিয়েছিলেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। তবে এবার গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ২৫ বছর বয়সী ওয়েলস মিডফিল্ডারকে দলে টানার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী লা লিগা চ্যাম্পিয়নরা।

ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ‘ডেইলি এক্সপ্রেস’র বরাত দিয়ে গোল ডট কম প্রকাশ করে, মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে একই টিমে খেলার স্বপ্নে বিভোর রামসি। তবে কমপক্ষে পঞ্চাশ মিলিয়ন পাউন্ড দর হাঁকালে দলের সেরা মিডফিল্ডারকে ছাড়ার বিষয়টি বিবেচনা করবে গানাররা। কিন্তু ২০১৬ ইউরো শেষ হওয়ার আগে কোনো কিছুই চূড়ান্ত হচ্ছে না। যেখানে ১৯৫৮ সালের পর এ প্রথম অংশ নিতে যাচ্ছে ওয়েলস।

** বার্সার জার্সিতে সই করলেন পগবা

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।