ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দিবালার জোড়া গোলে জুভিদের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
দিবালার জোড়া গোলে জুভিদের বড় জয় ছবি: সংগৃহীত

ঢাকা: পাওলো দিবালার জোড়া গোলে উদিনেসের বিপক্ষে ৪-০ ব্যবধানের বড় জয় পেল জুভেন্টাস। আর জয়ের ফলে ইতালিয়ান সিরিআ লিগে টানা দশ ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

দলের হয়ে ‍আরও একটি করে গোল করেন সামির খেদিরা ও অ্যালেক্স সান্দ্রো।

মৌসুমের শুরুটা বাজে করা জুভিরা বর্তমানের রয়েছে দারুণ ফর্মে। লিগের প্রথম ১০ ম্যাচে দলটি চার হার ও তিন ড্রয়ে একেবারে খাদের কিনারায় চলে গিয়েছিল। তবে সেখান থেকে উঠে এসে বর্তমানে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে।

উদিনেসের ঘরের মাঠ স্তাদিও কমুনুয়েল ফুরিউজিতে এদিন বেশ আক্রমণাত্মক খেলে জুভেন্টাস। আর এরই সুবাদে খেলার ১৫ মিনিটে বিদালা গোল করলে লিড পায় সফরকারীরা। তবে তিন মিনিট পরে সামির খেদিরা গোল করে দলের লিড দ্বিগুন করেন।

এদিন দূর্দান্ত খেলা আর্জেন্টাইন তরুণ দিবালা খেলার ২৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। আর বিরতির নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সান্দ্রো গোল করলে বড় জয় নিশ্চিত হয় জুভেন্টাসের।

এ জয়ের ফলে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে জুভেন্টাস। আর সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।