ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নিজের ৩০০তম ম্যাচে দুর্দান্ত বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
নিজের ৩০০তম ম্যাচে দুর্দান্ত বেনজেমা ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের হয়ে সকল প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে করিম বেনজেমা খেলে ফেলেছেন ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ। সবশেষ লা লিগার ম্যাচে স্পোর্টিং গিজনের বিপক্ষে খেলতে নেমে এমন মাইলফলক স্পর্শ করেন ফ্রান্স জাতীয় দলের এ স্ট্রাইকার।



২০০৯ সালে ফ্রেঞ্চ ক্লাব লিঁওন ছেড়ে রিয়ালে পাড়ি দেন বেনজেমা। আর গত সাত বছর ধরে গ্যালাকটিকোদের অন্যতম ভরসার নাম হয়ে ওঠেন তিনি। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দারুণ সমন্বয় রেখে নিজেকে ইউরোপের সেরা স্ট্রাইকার প্রমাণ করেন।

রোববার ২৮ বছর বয়সী বেনজেমা ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে গিজনের বিপক্ষে জোড়া গোল করেন। আর এ গোল দুটি ছিল রিয়ালের হয়ে বেনজেমার ১৫২ ও ১৫৩ নম্বর গোল। এ ম্যাচে রিয়াল ৫-১ গোলে জয় পায়। জোড়া গোল আসে রোনালদোর পা থেকেও। আর একটি গোল করেন গ্যারেথ বেল।

রিয়ালের হয়ে এখন পর্যন্ত লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে সহ সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন বেনজেমা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৯ ম্যাচে ২০টি গোল করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।