ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জয়ে শুরু জকোভিচ-সেরেনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জয়ে শুরু জকোভিচ-সেরেনার

ঢাকা: বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম ‘অস্ট্রেলিয়ান ওপেন’ এ দুর্দান্ত শুরু করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ এবং সেরেনা উইলিয়ামস।

বিশ্বসেরা টেনিস তারকাদের অংশগ্রহণে সোমাবার (১৮ জানুয়ারি) শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয় তুলে নেন তারা।



সোমবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে গতবারের চ্যাম্পিয়ন সেরেনা ইতালিয়ান কেমিলা জর্জিকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন। জর্জিকে ৬-৪, ৭-৫ সেটে হারিয়েছেন তিনি।

এদিকে, জকোভিচ দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হারিয়েছেন চুং হাইওনকে। দ. কোরিয়ার এ টেনিস তারকাকে ৬-৩, ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন জকোভিচ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ১৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।