ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফাইনালের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ফাইনালের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ ছবি : কাসেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ মাঠে নেমেছে। লাল-সবুজদের প্রতিপক্ষ বাহরাইন।



বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে চ্যানেল নাইনের পর্দায়।

বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে ৪-২ গোলের জয় দিয়ে হলেও শেষের দুই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ততটা চমকপ্রদ ছিলনা। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার ক্লাব পর্যায়ের দলের সঙ্গে ১-১ গোলে ড্র’র পর শেষ ম্যাচে নেপালের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে গোলশূণ্য ড্র করেও ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই নিশ্চিত করেছে শেষ চার।

তবে, ফাইনালের টিকিট নিশ্চিত করতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও কোচ মারুফুল হক জানিয়েছেন সে কথা।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ১৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।