ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা ছবি : সংগৃহীত

ঢাকা: প্রত্যাশিত জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রজার ফেদেরার ও মারিয়া শারাপোভা। এর আগে নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামসের মতো টেনিস তারকারাও প্রথম রাউন্ডের বাধা পার করেন।



সোমবার (১৮ জানুয়ারি) অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে বছরের প্রথম গ্রান্ড স্লাম ‍অস্ট্রেলিয়ান ওপেনের পর্দা উঠে। পুরুষ এককের ম্যাচে ফেদেরারের সামনে দাঁড়াতেই পারেননি জর্জিয়ার নিকোলোজ বাসিলাশভিলি। তাকে সরাসরি সেট ৬-২, ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন সুইস টেনিস তারকা।

নারী এককেও নিজের আধিপত্য দেখান শারাপোভা। জাপানের নাও হিবিনোকে সরাসরি সেট ৬-১, ৬-৩ গেমে হারান রাশিয়ান গ্ল্যামার গার্ল। শারাপোভা সহজেই প্রথম রাউন্ডের বাধা টপকে গেলেও বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে বেগ পেতে হয়।

ইতালির ক্যামিলা জর্জির বিপক্ষে ৬-৪, ৭-৫ গেমের কষ্টার্জিত জয় তুলে নেন ৠাকিংয়ের এক নম্বর তারকা। নারী এককের ‍অন্যান্য ম্যাচের মধ্যে ক্রিস্টিনা ম্যাকহালেকে আজনিয়েস্কা রাদাওয়ানাস্কা (৬-২, ৬-৩), তিমিরা পাসজেককে রবার্তো ভিঞ্চি (৬-৪, ৬-২) ও লুকসিকা কুমকুমকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন পেত্রা কেভিতোভা।

এদিকে, ফেদেরারের আগে দিনের শুরুতে প্রথম রাউন্ডের বাধা পার করেন গত আসরের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। চীনের চুং হিওনকে সরাসরি সেট ৬-৩, ৬-২, ৬-৪ গেমে পরাজিত করেন ‍সার্বিয়ান টেনিস তারকা।

উল্লেখ্য, পুরুষ এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে মঙ্গলবার (১৯ জানুয়ারি) কোর্টে নামবেন টেনিসের অন্যতম দুই শীর্ষ তারকা রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএম

** জয়ে শুরু জকোভিচ-সেরেনার
** দুই লাখ ডলার প্রস্তাব পান জকোভিচ!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।