ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ এককের প্রথম রাউন্ডে শুভ সূচনা করেছেন অ্যান্ডি মারে। দ্বিতীয় রাউন্ডে যেতে বিশ্বের দুই নম্বর তারকা সরাসরি সেটে হারান জার্মানের তরুণ অ্যালেক্স জেভেরেভকে।



বছরের প্রথম গ্র্যান্ড স্লামে বৃটিশ নাম্বার ওয়ান তারকা মারে প্রথম রাউন্ডে জেভরেভকে ৬-১, ৬-২ ও ৬-৩ সেটে হারান। দু’বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের যুব শিরোপা জিতেছিলেন জেভরেভ। তাই ১৮ বছরের এ তারকার বিপক্ষে খেলতে কিছুটা সতর্ক ছিলেন মারে।

দুটি গ্র্যান্ড স্লাম বিজয়ী মারে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ওপেনের শিরোপা ঘরে তুলতে পারেননি। এর আগে ২০১০, ২০১১, ২০১৩ ও ২০১৫ সালে একই আসরের ফাইনালে খেলেছিলেন তিনি।

** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।