ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইউরো ২০১৬’তে থাকছে গোললাইন টেকনোলজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ইউরো ২০১৬’তে থাকছে গোললাইন টেকনোলজি ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপে গোল কন্ট্রোল সিস্টেম বা গোললাইন টেকনোলজি (প্রযুক্তি) ব্যবহার করা হয়েছিল। ফুটবলের সর্বোচ্চ সংস্থা, ফিফার অনুমোদনে এটি ব্যবহার করা হয়েছিল।

এবারে গোললাইন টেকনোলজি ব্যবহার করা হবে আসন্ন ইউরো ২০১৬’তে।

ফ্রান্সের মাটিতে শুরু হতে যাওয়া ইউরো ২০১৬’র আসরে গোললাইন টেকনোলজির অনুমোদন দিয়েছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের প্রধান জিয়ানি ইনফানতিনো এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে জিয়ানি জানান, আমরা বিষয়টিকে যথাযথ গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইউরো ২০১৬’তে ফ্রান্সে গোললাইন টেকনোলজি ব্যবহার করা হবে। পর্যায়ক্রমে তা চ্যাম্পিয়ন্স লিগের আসরে ব্যবহার করা হবে। এই প্রযুক্তির সঠিক বাস্তবায়ন দেখার অপেক্ষায় রয়েছি।

গোল বিভ্রাট ঠেকাতে ব্রাজিল বিশ্বকাপে গোললাইন টেকনোলজি ব্যবহার করা হয়। উইরো ২০১৬’তে আয়োজকরা চাইলে গোল হয়েছে কি না, নিশ্চিত হওয়ার জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।

ইতোপূর্বে গোললাইন টেকনোলজির ব্যবহার করা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আসরে। এছাড়া এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ইতালির সিরি আ’তে, জার্মানির বুন্দেসলিগাতে এবং ফ্রান্সের লিগ ওয়ানের আসরে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।