ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোতে পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোতে পিএসজি ছবি: সংগৃহীত

ঢাকা: জ্লাতান ইব্রাহিমোভিচের শেষ মুহূর্তের গোলে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো নিশ্চিত করলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ১-১ সমতায় থাকা ম্যাচটিতে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেন সুইডিশ তারকা।

এগিয়ে থেকেও ২-১ গোলের পরাজয়ে আসর থেকে বিদায় নেয় তোলাস।

প্যারিসে খেলা শুরুর ১১ মিনিটের মাথায় পিএসজিকে দুঃস্বপ্ন উপহার দেন তোলাসের ক্যামেরুন ডিফেন্ডার ফ্রাঙ্কোস মোবান্ডজি। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লরা ব্লার শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ডেভিড লুইজের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের ৬৪ মিনিটে তরুণ ফ্রেঞ্চ স্ট্রাইকার হারভিন অনগেন্ডার বদলি হিসেবে মাঠে নামেন ইব্রাহিমোভিচ।

নির্ধারিত সময়ের দু’মিনিট আগে ডিফেন্ডার লেভিন কারজাওয়ার চমৎকার প্রচেষ্টা প্রতিহত করেন তোলাসের উরুগুইয়ান গোলরক্ষক মাওরো গইকোয়েচা। কিন্তু, ওই সময়ে ডি-বক্সে কারজাওয়াকে ট্যাকল করে বসেন ডিফেন্ডার উরোস স্প্যাজিক। এতেই পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পরের মিনিটেই স্পক কিক বল জালে জড়ান ইব্রা।

উল্লেখ্য, ফ্রেঞ্চ কাপে বিদায় নিলেও আগামী সপ্তাহে আবারো পিএসজির মুখোমুখি হচ্ছে তোলাস। ফ্রেঞ্চ লিগ কাপের সেমিফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ২টায় শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।