ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নিষিদ্ধই থাকলেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
নিষিদ্ধই থাকলেন সুয়ারেজ ছবি : সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজের দুই নিষেধাজ্ঞা বহাল রেখেছে কোর্ট অব আরবিট্রাশন ফর স্পোর্টস। বার্সার করা আপিল প্রত্যাখান করেছে সালিসি আদালতটি।



চলতি মাসে কোপা দেল রে’র ম্যাচে এসপানিওলের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পায় কাতালানরা। তবে এ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ফুটবলারদের হুমকি দেওয়া আর দুই দলের ফুটবলারদের ঝামেলায় জড়াতে উস্কে দেওয়ার অভিযোগ উঠে বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজের বিরুদ্ধে। খেলা শেষে এমন অভিযোগ তোলেন দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি।

সে ম্যাচে সুয়ারেজের এমন বাজে ঘটনা ছাড়া আরও কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। পুরো ম্যাচে দু’দলের ফুটবলাররা মিলে মোট ১০টি হলুদ কার্ড দেখেন। কাতালান দলে সুয়ারেজের সঙ্গে তারকা লিওনেল মেসি ও নেইমারও সতর্কতা পান। এসপানিওলের আরেক ফুটবললার খেলার ৭২ মিনিটে লাল কার্ড দেখেন।

২০১৪ বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনিকে কামড় দেওয়ায় সব ধরনের ফুটবল থেকে চারমাস নিষিদ্ধ ছিলেন সুয়ারেজ। এমনকি তাকে নয়টি আন্তর্জাতিক ম্যাচ থেকেও নিষিদ্ধ করা হয়েছিল। এবারও এসপানিওলের খেলোয়াড়দের উত্ত্যক্ত করার কারণে নিষিদ্ধই থাকতে হলো তাকে।

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেটিক বিলবাওয়ের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। আর নিষেধাজ্ঞা বহাল থাকায় মাঠে নামতে পারছেন না উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।