ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে দাপুটে জয় পেলেন নোভাক জোকোভিচ। ফ্রান্সের তরুণ কুইনটিন হালাসকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন পুরুষ একক টেনিসের শীর্ষ এ তারকা।



বুধবার (২০ জানুয়ারি) বছরের প্রথম গ্র্যান্ড স্লামে দ্বিতীয় রাউন্ডের খেলায় পুঁচকে ১৬৭ নম্বর বাছাইকে প্রথম দুই সেটে ৬-১ ও ৬-২ গেমে উড়িয়ে দেন সার্বিয়ান তারকা জোকোভিচ। তবে বাঁচা-মরার তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান হালাস। সেটটি ৭-৬ গেমে জিতে গেলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। পরে অবশ্য তিন পয়েন্ট নিশ্চিত করে জয় নিয়ে কোর্ট ছাড়েন জোকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ এ আসরে রেকর্ড ষষ্ঠ ট্রফির জন্য এগিয়ে যাচ্ছেন। সাবেক টেনিস তারকা রয় এমারসন এখন পর্যন্ত এ আসরে ছয়টি শিরোপা জিতে সবার ওপরে রয়েছেন। তৃতীয় রাউন্ডে ১৩টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ ইতালির আন্দ্রেস সেপ্পি অথবা যুক্তরাষ্ট্রের ডেনিস কুদলার বিপক্ষে লড়তে পারেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৬
এমএমএস


** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।