ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন ইভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
অপরাজিত চ্যাম্পিয়ন ইভা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও বাংলাদেশ মহিলা দাবা সমিতির আয়োজনে এবং প্রবাসী দাবা খেলোয়াড় নেয়ামুল হক নিরুর আর্থিক পৃষ্ঠপোষকতায় ‘প্রথম শামসুন নাহার মহিলা রেপিড রেটিং দাবা প্রতিযোগিতায়’ বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।

ইভা ৭ খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।

৫ পয়েন্ট নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ রানার-আপ হন। সাড়ে চার পয়েন্ট নিয়ে সাবিকুন নাহার তনিমা তৃতীয় স্থান লাভ করেন। ৪ পয়েন্ট করে নিয়ে জাহানার হক রুনু চতুর্থ, জান্নাতুল ফেরদৌস পঞ্চম এবং জোহরাতুল জান্নাত জিসা ষষ্ঠ স্থান লাভ করেন। তিন পয়েন্ট করে নিয়ে হামিদা মাহমুদ সপ্তম এবং সুমাইয়া খন্দকার অষ্টম হন।

সেরা অনূর্ধ্ব-১২ বছর পুরস্কার পান নোশিন আঞ্জুম এবং সেরা আনরেটেড খেলোয়াড়ের পুরস্কার পান সামিহা চৌধুরী। খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি মোঃ মোকাদ্দেছ হোসাইন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোরসালিন আহমেদ উপস্থিত ছিলেন।

বুধবার (২০ জানুয়ারি) দাবা কক্ষে চতুর্থ হতে সপ্তম রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হয়। সপ্তম রাউন্ডের খেলায় ইভা সামিহাকে, রানী হামিদ জান্নাতকে, রুনু সুমাইয়াকে ও হামিদা নোশিনকে পরাজিত করেন। তনিমা জিসার সাথে ড্র করেন। প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেয়া হয়।

এদিকে, ভারতের চেন্নাই শহরে অনুষ্ঠানরত অষ্টম চেন্নাই ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ খেলায় ২ পয়েন্ট অর্জন করেছেন। বুধবার (২০ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের শুভায়ন কুন্ডর কাছে হেরে যান। এর আগে গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের অন্যন্যা সুরেশের সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।