ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অ্যাতলেটিকোকে রুখে দিলো সেল্টা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
অ্যাতলেটিকোকে রুখে দিলো সেল্টা ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদকে রুখে দিলো সেল্টা ভিগো। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় দ্বিতীয় লেগে জয়ের বিকল্প নেই দিয়েগো সিমিওনের শিষ্যদের সামনে।



বুধবার সেল্টার ঘরের মাঠ স্তাদিও দি বালাইদোসে আতিথিয়েতা নিতে যায় ‍অ্যাতলেটিকো। তবে পুরো ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেন সফরকারী ফুটবলাররা।

এ মাসের শুরুতে একই মাঠে লা লিগার ম্যাচে সেল্টার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিলো অ্যাতলেটিকো। তাই জয়ের আশা নিয়ে খেলতে নেমেছিলো দলটি। তবে খেলার প্রথমার্ধে উল্টো রোজি ব্ল্যাঙ্কসদের চাপে রাখে সেল্টা।

এদিকে সফরকারীরা ম্যাচের লিড নেওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিলো। তবে জ্যাকসন মার্টিনেজে গোলের খুব কাছে গিয়ে পরাস্থ হন। কিন্তু খেলার বাকি সময় দু’দলের কেউই গোল করতে না পারলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে সিমিওনের শিষ্যরা। আগামী ২৭ জানুয়ারি অ্যাতলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।