ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন বৃটিশ নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। দ্বিতীয় রাউন্ডের খেলায় মারে অস্ট্রেলিয়ান তারকা স্যাম গ্রোথকে সরাসরি সেটে হারান।



বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে মারে প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও দারুণ জয় তুলে নিলেন। এদিন গ্রোথকে ৬-০, ৬-৪ ও ৬-১ সেটে হারান পুরুষ একক টেনিসের দুই নম্বর এ তারকা।

এ নিয়ে টানা চার বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে। তৃতীয় রাউন্ডে মারে লড়বেন পর্তুগিজ নাম্বার ওয়ান জোয়াও সোউসার বিপক্ষে। এর আগে দু’জনের ছয়বারের দেখায় সবকটি ম্যাচেই জয় পেয়েছিলেন মারে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৬
এমএমএস

** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।