ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়ন হতেই লড়বে নেপাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
চ্যাম্পিয়ন হতেই লড়বে নেপাল ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লক্ষ্য একটাই আর তা হলো বঙ্গবন্ধু গোল্ডকাপে শিরোপা জেতা। এমন অভিষ্ঠ লক্ষ্য নিয়েই বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে শুক্রবার (২২ জানুয়ারি) বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে নেপাল, বলে জানালেন দলটির কোচ বালগোপাল মাহারাজন।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলটির কোচ আরও জানান, ‘১৭ বছর আগে এসএ গেমসের ফাইনালে খেলেছিল নেপাল। কাঠমান্ডুতে আয়োজিত সেই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয় দেশটি। ’ এরপর আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে খেলা হয়নি হিমালয় কন্যা নেপালের। ১৭ বছরের দীর্ঘ সময় পাড়ি দিয়ে এবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে উঠেছে দলটি। তাই এই টুর্নামেন্টের শিরোপা জিতেই লম্বা সময়ের শিরোপা খরা কাটাতে চাইছে এবারের আসরে দুর্দান্ত খেলা দলটি।
 
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালের মিশনে নামতে এরই মধ্যে নিজেদের প্রস্তুতির পর্বটাও বেশ দারুণ হয়েছে বলে জানান বালগোপাল, ‘আমরা ফাইনালের জন্য বেশ ভালই প্রস্তুতি নিয়েছি। আমার ছেলেরা বেশ আত্মবিশ্বাসী। ফাইনালে আমরা আত্মবিশ্বাসের শক্তি নিয়ে শিরোপা জিততে নিজেদের সেরা খেলাটি খেলবো। ’

আর অধিনায়ক বিরাজ মাহারজন জানান, সতীর্থদের নিয়ে আমরা আশাবাদী। আমাদের লক্ষ্য চ্যম্পিয়ন হওয়া। আর সেই লক্ষ্যে পৌঁছাতে ফাইনালে আমরা আমাদের সেরা খেলাটি খেলতে হবে।

ফাইনালে জয়ের জন্য জন্য দলকে কী বার্তা দিয়েছেন? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে কোচ জানান, শিরোপা নির্ধারণী ম্যাচটি জিততে আমি আমার শিষ্যদের একটি বার্তাই দিয়েছি আর সেটি হলো সেমিফাইনালে মালদ্বীপের বিপক্ষে যে খেলাটি তারা খেলেছিল সেই খেলাটিই যেন এ ম্যাচেও খেলে। সত্যিকার অর্থে মালদ্বীপ এবারের আসরের সেরা টিম ছিল। আমরা কখনও ভাবিনি তাদের বিপক্ষে ৪-১ এ জিতবো। কিন্তু আমার শিষ্যরা সেটা পেরেছে। তাদের উপর আমার  পুরোপুরি ভরসা আছে। আশা করছি ফাইনাল ম্যাচেও তারা গত ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখেই খেলবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২১ জানুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।