ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নেপালকে হারানো সহজ হবেনা: বাহরাইন কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
নেপালকে হারানো সহজ হবেনা: বাহরাইন কোচ ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুক্রবার (২২ জানুয়ারি) বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে এবারের আসরে চমক দেখানো দল নেপালের মুখোমুখি হবে বাহরাইন। শিরোপা নির্ধারণী এ ম্যাচে নিজেদের সেরা খেলাটি খেলেই জাত চেনাতে চাইছে আসরের আরেক দুর্দান্ত দল বাহরাইন।

তবে, নেপালের বিপক্ষে ম্যাচটি জেতা তাদের জন্য সহজ হবেনা বলেও জানান বাহরাইনের সহকারি কোচ ডঃ নসর।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বাফুফে সম্মেলন কক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই কোচ আরও জানান, ‘প্রতিপক্ষ নেপালকে কোন প্রকার ছাড় না দিয়েই আমরা ম্যাচটি খেলবো। আশা করছি শিরোপা জিততে আমার ছেলেরা তাদের শতভাগ দিয়েই খেলবে। ’

ফাইনালে নেপালকে হারানো কতটা সহজ হবে বলে আপনি মনে করেন? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে ডঃ নসর বলেন, সত্যি কথা বলতে কী এই টুর্নামেন্ট কোন দলই সহজ প্রতিপক্ষ ছিলনা। আর নেপালতো আরও নয়। বঙ্গবন্ধু গোল্ডকাপে নেপাল তাদের সেরা খেলাটিই খেলেছে। আপনারা হয়তো দেখেছেন যে গেল ম্যাচে তারা মালদ্বীপের মতো শক্ত প্রতিপক্ষকেও ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। তাই ফাইনালে আমরা তাদের বিপক্ষে যখন মাঠে নামবো তখন অবশ্যই ভিন্ন কৌশল নিয়ে খেলতে হবে। আমাদের আগের ম্যাচের কৌশলগুলোর পুনরাবৃত্তি এই ম্যাচে দেখা যাবেনা।

গ্রুপপর্ব থেকে শুরু করে সেমিফাইনাল। প্রতিটি ম্যাচেই নতুন নতুন কৌশলে জয় ছিনিয়ে নিয়েছে বাহরাইন। দলটির এমন কৌশল দেখা গেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও। প্রথমার্ধের ২৪ মিনিটে স্বাগতিক বাংলাদেশ জালে বল জড়িয়ে ম্যাচের বাদবাকি সময় বেশ রক্ষণাত্মক খেলতে দেখা যায় বাহরাইনকে। তাই ফাইনালেও দলটি ভিন্ন কোন কৌশল অবলম্বন করেই সফল হবে বলে ইঙ্গিত দিলেন এই সহকারী কোচ।

আপনারা কী ভেবেছিলেন ফাইনালে খেলবেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘যে কোন দলই চায় একটি টুর্নামেন্টের ফাইনালে খেলতে বা শিরোপা জিততে। আমরাও তার ব্যতিক্রম নই। সেমিফাইনাল জিতে ফাইনালে এসেছি। তাই শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারি। ’

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ২১ জানুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।