ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অর্থের লিগে টানা ১১বার চ্যাম্পিয়ন রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
অর্থের লিগে টানা ১১বার চ্যাম্পিয়ন রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: কে থামাবে রিয়াল মাদ্রিদকে! টানা এগার বছর ধরেই যে গ্যালাকটিকোদের দাপট। এবারও বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের তকমা পেল স্প্যানিশ জায়ান্টরা।

অন্যদিকে, গত বছর সম্ভাব্য সব শিরোপা জিতেও অর্থের লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারল না বার্সেলোনা।

আন্তর্জাতিক অ্যাকাউন্টেন্ট ফার্ম ডেলোয়েটের গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১৪/১৫ অর্থবছরে রিয়ালের আয় ৫৭৭ মিলিয়ন ইউরো। ইউরোপের অন্য কোনো ক্লাবই এ পরিমান অর্থ আয় করতে পারেনি। ‘ফুটবল মানি লিগ’ এ রানার্সআপ হয়েছে ট্রেবল জয়ী বার্সা। কাতালানদের আয় ৫৬০.৮ মিলিয়ন ইউরো।

রিয়াল-বার্সার পরই শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখ। ইউরোপের তিন জায়ান্ট ক্লাবের আয় যথাক্রমে ৫১৯.৫, ৪৮০.৮ ও ৪৭৪ মিলিয়ন ইউরো।

আগের বছরের তুলনায় রিয়ালের আয় বেড়েছে ২৮ মিলিয়ন ইউরো। ডেলোয়েটের স্পোর্টস বিজনেস গ্রুপ’র প্রধান পার্টনার ড্যান জোন্সের বরাত দিয়ে মার্কা জানায়, গত অর্থবর্ষে দুর্দান্ত ফিন্যান্সিয়াল পারফরম্যান্স দেখায় রিয়াল। গ্যালাকটিকোদের বাণিজ্যিক রাজস্ব আয়বাবদ আসে ২৪৭.৩ মি.ই.। যা আগের অর্থবছরের তুলনায় ১০% বেড়েছে।

এছাড়াও, গেট ‍মানি বা টিকিট বিক্রি বাবদ সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির আয় ১২৯.৮ মিলিয়ন ইউরো (৮% বৃদ্ধি)। তবে ব্রডকাস্টিং বা সম্প্রচার স্বত্ত্ব এবং চ্যাম্পিয়ন লিগ থেকে ১৯৯.৯ মিলিয়ন ইউরো আসলেও তা আগেরবারের তুলনায় ২% কমেছে।

প্রসঙ্গত, যৌথভাবে ইউরোপের শীর্ষ ২০টি ক্লাবের রাজস্ব আয় ৬.৬ বিলিয়ন ইউরো। যা ২০১৩-১৪ অর্থবছরের চেয়েও ৮% বেশি। নিচে তার একটি তালিকা দেওয়া হলো:

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।