ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

২৩ বছর পর শিরোপা জিতলো নেপাল

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
২৩ বছর পর শিরোপা জিতলো নেপাল ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: নতুন চ্যাম্পিয়ন পেল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। শিরোপা নির্ধারণী ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মত বঙ্গবন্ধু গোল্ডকাপ শিরোপা জিতলো হিমালয় কণ্যা নেপাল।

আর এর ফলে দেশটির ২৩ বছরের শিরোপা অপেক্ষারও অবসান হলো।
   
প্রথমার্ধে এগিয়ে থাকা নেপাল দ্বিতীয়ার্ধে যেন আরও ক্ষুরধার। আর তাদের সেই ক্ষুরধার আক্রমণের দেখা মিললো দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে। বিমল ঘারতি মাগারের এগিয়ে দেয়া বল থেকে ব্যবধান বাড়াতে চেয়েছিলেন নাওয়ায়ুগ শ্রেষ্ঠা। কিন্তু তার শটটি ক্রস বারের উপর দিয়ে গেলে গোল বঞ্চিত হয় নেপাল।

এর দুই মিনিট পর কাউন্টার অ্যাটাক গিয়ে নেপালের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে দূরপাল্লার শটে জালে বল জড়াতে চেয়েছিলেন আব্দুল আজিজ আল শেখ। কেন্তু নেপাল গোলরক্ষক বিকেশ কুঠু ঝাঁপিয়ে পড়ে বলটি রুখে দিলে বাহরাইনের সমতায় ফেরার লক্ষ্যটা ভেস্তে যায়।

এরপর ৩৫ মিনিটে মাঝমাঠে নেপালের সুমন লামা ও বাহরাইনের আহমেদ আলথুয়াইনি হাতাহাতিকে জড়িয়ে পড়ায় দুজনকেই রেফারি লাল কার্ড দেখালে ১০ জনের দলের পরিণত হয় উভয় দল।

১০ জনের দলে পরিণত হওয়ার পর বাহরাইন সীমানায় আরেকটি দারুণ আক্রমণ চালায় নেপাল। অঞ্জন বিসতার ক্রস থেকে বিশাল রায় বাহরাইন জালে বল জড়ালে ২-০ গোলে এগিয়ে গেলে  ম্যাচের নির্ধারিত সময় শেষের আগেই জয় দেখতে পায় নেপাল।

এখানেই শেষ নয়, খেলা শেষদিকে ইনজুরি সময়ে অনুযোগ শ্রেষ্ঠার গোলে ৩-০ তে এগিয়ে গেলে বড় জয় নিশ্চিত হয় নেপালের। ফলে ম্যাচ শেষে শিরোপা হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়ে বাহরাইন আর নেপাল মাতে ২৩ বছর পর কোন শিরোপা জয়ের আনন্দে।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৬
এইচএল /আরএম

** গোলকি কস্ত, চুম্বক যাস্ত!
** বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী
** বিমলের গোলে প্রথমার্ধে এগিয়ে নেপাল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।