ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সাভারে ১২তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শুরু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
সাভারে ১২তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে শুরু হয়েছে ১২তম হোসাফ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট ২০১৬।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে সাভার গলফ ক্লাবে নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।



এসময় বিশেষ অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন হোসাফ গ্রুপের পরিচালক মো. মবরুর হোসেন, গলফ ক্লাবের নির্বাহী কর্মকর্তা (অব.) মেজর জেনারেল শফিকুর রহমান।

টুর্নামেন্টে দেশি বিদেশি শতাধিক গলফার অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এছাড়া আগামী ২৪ থেকে ২৭ জানুয়ারি গলফ ক্লাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশনের ওপেন গলফ  টুর্নামেন্ট-২০১৬।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।