ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নীলফামারীতে মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ছমির উদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
নীলফামারীতে মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ছমির উদ্দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীতে মহিলা হ্যান্ডবল টুর্নামেন্ট ২০১৬-তে ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে নীলফামারী স্টেডিয়ামে ৪-৩ গোলে তারা রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।



খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জাকির হোসেন। নীলফামারী মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক পত্নী নাহারিন আক্তার।
 
অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীমা রহমান, মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার পত্নী রুমানা নাহিদ উপস্থিত ছিলেন।

মহিলা হ্যান্ডবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পত্নী মাকসুদা খানম জানান, এবারের আসরে ১০টি দল অংশ নেয়। তাদের নিয়ে গত ১৬ জানুয়ারি টুর্নামেন্টটি শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।