ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আগুয়েরোর জোড়া গোল বাঁচালো সিটিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আগুয়েরোর জোড়া গোল বাঁচালো সিটিকে ছবি: সংগৃহীত

ঢাকা: সার্জিও আগুয়েরোর শেষ দিকের গোলে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়লো ম্যানচেস্টার সিটি। এরআগে আর্জেন্টাইন এ তারকার আরও একটি গোলে সমতায় ফিরেছিলো ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

ওয়েস্ট হামের হয়ে এদিন জোড়া গোল করেন এনার ভ্যালেন্সিয়া।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার রাতে সিটিজেনদের আতিথিয়েতা জানায় ওয়েস্ট হাম। আর ঘরের মাঠ বোলিয়েন গ্রাউন্ডে সিটিকে পেয়ে শুরুতেই লিড নেয় স্বাগতিকরা। ইকুয়েডর স্ট্রাইকার ভ্যালেন্সিয়ার প্রথম মিনিটের গোলেই এগিয়ে যায় ওয়েস্ট হাম।

এদিকে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি সফরকারীরা। খেলার নয় মিনিটেই পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইন ১-১ করেন আগুয়েরো। তবে খেলার নির্ধারিত সময়ের আগে আর কোন গোল না হলে সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে আবারও ভ্যালেন্সিয়ার আঘাত। ম্যাচের ৫৬ মিনিটে মিখায়েল অ্যান্তোনিওর সহায়তায় আবারও লিড নেন ভ্যালেন্সিয়া। কিন্তু খেলার ৮০ মিনিটে দুর্দান্ত এক গোল করে ম্যানসিটিকে সমতায় ফেরান আগুয়েরো। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-২ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়ে পেলেগ্রিনির শিষ্যরা।

ড্রয়ের ফলে ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিচেস্টার সিটি। আর এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।