ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কোয়ার্টারে সেরেনার মুখোমুখি শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
কোয়ার্টারে সেরেনার মুখোমুখি শারাপোভা ছবি: সংগৃহীত

ঢাকা: গত আসরের ফাইনালে লড়েছিলেন। কিন্তু এবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছেন টেনিসের অন্যতম দুই শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা।

পরিসংখ্যানে অবশ্য সবদিক থেকেই এগিয়ে সেরেনা। র‌্যাংকিংয়ের শীর্ষ তারকার বিপক্ষে ২০০৪ সালে সর্বশেষ জয়ের দেখা পান রাশিয়ান গ্ল্যামার গার্ল।  

রোববার (জানুয়ারি ২৪) মেলবোর্ন পার্কে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনার সামনে দাঁড়াতেই পারেননি রাশিয়ান তরুণী মার্গারিতা গাস্পারইয়ান। মাত্র ৫৫ মিনিটেই সরাসরি সেট ৬-২, ৬-২ গেমে চতুর্থ রাউন্ডের ম্যাচ জিতে নেন মার্কিন টেনিস কন্যা।

মেলবোর্নের লড লেভার অ্যারেনায় শেষ ষোলোর অপর ম্যাচে অবশ্য শারাপোভাকে বেশ ঘাম ঝড়াতে হয়। সরাসরি সেটে জিতলেও সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচের বিপক্ষে ৭-৫, ৭-৫ গেমের কষ্টার্জিত জয় পান রাশিয়ান টেনিস সেনসেশন। ম্যাচের ব্যাপ্তি দুই ঘণ্টা পাঁচ মিনিট।

শেষ ‍আটের ম্যাচটি শারাপোভার জন্য নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং হবে। সেরেনার বিপক্ষে জয় খরা কাটাতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়! পাঠকদের জন্য শারাপোভা ও সেরেনার মধ্যকার কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো:

# টেনিস র‌্যাংকিংয়ে এক নম্বরে সেরেনা। পাঁচে শারাপোভা। দু’জনের বয়স যথাক্রমে ৩৪, ২৮।

# ছয়বার (২০০৩, ২০০৫, ২০০৭, ২০০৯, ২০১০, ২০১৫) অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন সেরেনা। অন্যদিকে, এ আসরে মাত্র একটি ট্রফি উঁচিয়ে ধরেন শারাপোভা। তাও আবার ২০০৮ সালে।

# প্রতিযোগিতামূলক ম্যাচে এখন পর্যন্ত একে অপরের মুখোমুখি হয়েছেন ২০ বার। ১৮টিতে সেরেনা ও দুই ম্যাচে জয় পান শারাপোভা।

# গ্রান্ড স্লামে শারাপোভাকে পাঁচবার হারিয়েছেন সেরেনা। রুশ সুন্দরীর জয় মাত্র একটিতে।

# দু’জনের মধ্যকার সর্বশেষ ১৭ ম্যাচেই জয় তুলে নেন সেরেনা।

# গত ছয়বারের দেখায় সেরেনার বিপক্ষে একটি সেটও জিততে পারেননি শারাপোভা।

# সর্বশেষ গত বছরের উইম্বলডন সেমিফাইনালে মুখোমুখি হন সেরেনা-শারাপোভা। ওই ম্যাচটিতে সরাসরি সেট ৬-২, ৬-৪ গেমের দাপুটে জয় পান মার্কিন টেনিস তারকা।

# লস অ্যাঞ্জেলসে ২০০৪ সালের ট্যুর চ্যাম্পিয়নশিপ ম্যাচে সেরেনার বিপক্ষে শেষবার জয়ের দেখা পান শারাপোভা।

# সেরেনার মোট গ্রান্ড স্লাম জয় ২১টি। অস্ট্রেলিয়ান ওপেনসহ উইম্বলডন ও ইউএস ওপেন ছয়বার করে। আর তিনবার (২০০২, ২০১৩, ২০১৫) জেতেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। অন্যদিকে, চারটি গ্রান্ড স্লাম আসর মিলিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন হন শারাপোভা। এর মধ্যে ফ্রেঞ্চ ওপেন দু’বার (২০১২, ২০১৪)।

এদিকে, অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের অন্য ম্যাচে প্রত্যাশিত জয় তুলে নেন র‌্যাংকিংয়ের চার নম্বর তারকা আগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। জার্মান তরুণী আনা লিনার ফ্রায়েডস্যামের বিপক্ষে প্রথম সেটটি টাইব্রেকারে ৬-৭ গেমে হেরে গেলেও পরের দুই সেট (৬-১, ৭-৫) জিতে শেষ আটে পা রাখেন ২৬ বছর বয়সী এ পোলিশ তারকা। কোয়ার্টারে রাদওয়ানাস্কার প্রতিপক্ষ স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএম

** শেষ আটে জোকোভিচ-ফেদেরার
** অপ্রতিরোধ্য সানিয়া-হিঙ্গিস জুটি
** শেষ ষোলোতে জোকোভিচ-ফেদেরার-সেরেনা
** ৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা
** তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে
** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।