ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জুভেন্টাসের টানা ১১ ম্যাচ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
জুভেন্টাসের টানা ১১ ম্যাচ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: পাওলো দাবালার শেষ দিকের গোলে রোমার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেল জুভেন্টাস। ফলে সিরিআ লিগে টানা ১১ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়লো ম্যাসিমিলিয়ানো ‍অ্যালিগ্রির শিষ্যরা।



এবারের মৌসুমের শুরুটা মোটেই ভালো করেনি জুভেন্টাস। তবে লিগের মাঝে এসে নিজেদের জাত চেনাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর এ জয়ের ফলে নাপোলির পেছনে থেকে লিগ টেবিলের দ্বিতীয়স্থান নিশ্চিত করলো জুভিরা।

রোববার রাতে ঘরের মাঠ তুরিনে শক্তিশালী রোমাকে আতিথিয়েতা জানায় জুভেন্টাস। তবে খেলার প্রথমার্ধ দু’দলই এলোমেলো ফুটবল খেলতে থাকে। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিকরা। এরই সুবাদে খেলার ৭৭ মিনিটে পল পগবার অ্যাসিস্ট থেকে দুর্দান্ত এক গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার দাবালা। তবে খেলার বাকি সময় আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যালিগ্রির শিষ্যরা।

এ জয়ের ফলে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে জুভেন্টাস। অন্য ম্যাচে নাপোলি সাম্পদোরিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পাওয়ায় লিগ টেবিলের শীর্ষে রয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৬
এমএমএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।