ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শীর্ষে ওঠা হলো না অ্যাতলেটিকোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
শীর্ষে ওঠা হলো না অ্যাতলেটিকোর ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় বার্সেলোনাকে হটিয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিলো অ্যাতলেটিকো মাদ্রিদের সামনে। তবে ঘরের মাঠে ১০ জনের সেভিয়াকে পেয়েও গোলশূন্য ড্র’র হতাশা নিয়ে মাঠ ছাড়লো দিয়েগো সিমিওনের শিষ্যরা।



রোববার ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে বার্সা থেকে এক ম্যাচ বেশি খেলা অ্যাতলেটিকো সেভিয়াকে আমন্ত্রণ জানায়। তবে খেলার শুরু থেকেই অগোছালো ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরিতি থেকে ম্যাচের ৬১ মিনিটে দুঃসংবাদ শুনে সেভিয়া। ৩২ মিনিটে হলুদ কার্ড পাওয়া ভিক্টর পেরেজ এ সময় আবারও ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন। ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।

আর খেলার দ্বিতীয়ার্ধেই এগিয়ে যাওয়া সবচেয়ে বড় সুযোগটি নষ্ট করে অ্যাতলেটিকো। অ্যান্তোনিও গ্রিজম্যানের হেড সেভিয়ার গোলপোস্ট লক্ষ্যভেদ করতে না পারায় হতাশায় ডোবে দলটি।

খেলার বাকি সময় আর কোন গোল না হওয়ায় গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা। এ ড্রয়ের ফলে ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রইল দলটি। আর এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে বার্সা।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৬
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।