ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রিয়ালের ড্রয়ে উজ্জীবিত জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
রিয়ালের ড্রয়ে উজ্জীবিত জিদান ছবি: সংগৃহীত

ঢাকা: জিনেদিন জিদানকে প্রথম পরাজয়ের হাত থেকে বাঁচান করিম বেনজেমা। রিয়াল বেটিসের মাঠে পুরো ম্যাচ জুড়ে ‍দাপুট ফুটবল উপহার দিয়েও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

তবে ১-১ গোলের ড্রয়ে মোটেও হতাশ নন রিয়াল কোচ। বরং শিষ্যদের প্রশংসার জোয়ারে ভাসান ফ্রেঞ্চ কিংবদন্তি।

লা লিগার ম্যাচটিতে খেলা শুরুর ৭ মিনিটের মাথায় স্বাগতিকদের লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার আলভারো সিজুদো। সমতায় ফিরতে মরিয়া রিয়ালের বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন সিজুদোর স্বদেশী গোলরক্ষক অ্যান্তোনিও আদান।

ম্যাচের ৭১ মিনিটে গ্যালাকটিকোদের অপেক্ষার অবসান ঘটান ফ্রেঞ্চ তারকা বেনজেমা। এর পরের সময়টুকু রিয়ালের আক্রমণ সামলাতেই হিমশিম খায় স্বাগতিকরা। তবে ক্রমেই বেটিসের ত্রানকর্তা হয়ে ওঠেন আদান। তাই শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়েন জিদানের শিষ্যরা।

পয়েন্ট খোয়ালেও আক্রমণাত্মক ফুটবলে কোচের আস্থা অর্জন করেছেন রোনালদো-বেনজেমারা। এক সাক্ষাৎকারে জিদান বলেন, ‘আমি হতাশ নই। আমরা সঠিক পথেই রয়েছি। কঠোর পরিশ্রম করে এভাবেই এগিয়ে যেতে চাই। এ ম্যাচ থেকে পজিটিভ দিকগুলো নিতে হবে। দুই পয়েন্ট হারিয়েছি, এটাই শুধু নেতিবাচক। কিন্তু, আমরা মনে করি, এটিই সামনে অগ্রসর হতে উজ্জীবিত করবে এবং ‍শেষ পর্যন্ত লা লিগার জন্য আমরা লড়াই করতে পারব। ’

ফ্রেঞ্চ কিংবদন্তি যোগ করেন, ‘সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, বেটিস ম্যাচের শেষদিকে দলের উন্নতি চোখে পড়েছে। দ্বিতীয়ার্ধে সবাই পরিকল্পনা অনুযায়ী খেলেছে। দলের ‍এমন পারফরম্যান্সে আমি খুবই গর্বিত। আমরা শুধুমাত্র দু’টি পয়েন্টই হারিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএম

** বেনজেমার গোলে রিয়ালের রক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।