ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সাংবাদিককে চড় মেরে বিপাকে ফন গাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
সাংবাদিককে চড় মেরে বিপাকে ফন গাল ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন করে বিতর্কের জন্ম দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গাল। নিজ দেশ নেদারল্যান্ডসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিককে মজা করে চড় মেরে সমালোচনায় ভাসছেন অভিজ্ঞ এ কোচ।



চলতি মৌসুমে ফন গালের অধীনে বাজে সময় যাচ্ছে ম্যানইউ’র। লিগ টেবিলের পঞ্চমস্থানে থাকলেও ২৩ ম্যাচ শেষে রেড ডেভিলসরা জয় পেয়েছে মাত্র ১০টি খেলায়। আর সর্বশেষ ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে হার।

ব্যাপক চাপে থাকা ফন গালকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়, ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার অ্যাশলে কোল কি ম্যানইউতে খেলতে আসবেন কিনা?

বর্তমানে রোমার হয়ে খেলা কোলের লস অ্যাঞ্জেলেসে পাড়ি দেওয়ার গুঞ্জন চলছে। ম্যানইউ’র বর্তমান ইনজুরি সমস্যায় তিনি (কোল) আসতে পারেন কিনা এমন প্রশ্ন করতেই কিছুটা চটে যান ফন গাল। আর সাংবাদিককে প্রথমে ‘মোটা মানুষ’ বলেন। পরে চড় মেরে আরও বলেন, ‘সে (কোল) এ বছর খেলবে না। ’

ঘরের মাঠে হারের পর সমর্থকদের দুয়োধ্বনি শুনেছেন ফন গাল। আর নিজ দেশে গিয়েও পড়লেন সাংবাদিকদের আক্রমণে। আর কয়েকটি সূত্রে থেকে ভাবা হচ্ছে নিজ দেশ থেকে আর ফিরবেন না তিনি।

সাংবাদিককে চড় মারার মুহূর্ত:

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।