ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

‘পদ্মভূষণ’ পেলেন সানিয়া-সাইনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
‘পদ্মভূষণ’ পেলেন সানিয়া-সাইনা ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা এবং দেশটির ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মভূষণ’ দেওয়া হয়েছে। ২০১৫ সালের দারুণ পারফর্মের কারণে তাদের এ পুরস্কার দেওয়া হয়।



এর আগে ভারতের ‘খেলরত্ন’ পুরস্কার পেয়েছিলেন সানিয়া মির্জা। সুইজারল্যান্ডের তারকা টেনিস খেলোয়াড় মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে নারীদের টেনিসের এক নম্বর বাছাই হিসেবে নিজেদের মেলে ধরেন সানিয়া।

ব্যাডমিন্টনে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সাইনা নেওয়ালকেও ‘পদ্মভূষণ’ দেওয়া হয়েছে। ভারতীয় খেলোয়াড় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টনে এক নম্বর স্থান ধরে রাখেন সাইনা। এর আগে অর্জুনা অ্যাওয়ার্ড (২০০৯), খেলরত্ন এবং পদ্মশ্রী (২০১০) পুরস্কার পেয়েছিলেন সাইনা।

ভারতের তীরন্দাজ দীপিকা কুমারী এবারের পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। গত বছর আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে রূপা এবং ওয়ার্ল্ড কাপ স্টেজ টু’ ও এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন দীপিকা।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।