ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বালোতেল্লির গোলে ফাইনালের পথে মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বালোতেল্লির গোলে ফাইনালের পথে মিলান ছবি: সংগৃহীত

ঢাকা: ফর্মহীনতায় ভোগা মারিও বালোতেল্লি এবার দলের ত্রাতা হয়ে দাঁড়ালেন। ইতালিয়ান স্ট্রাইকারের একমাত্র গোলে ইতালিয়ান কাপের ফাইনালে এক পা দিয়ে রাখল এসি মিলান।

যদিও গোলটি আসে পেনাল্টির সুবাদে। তবে তৃতীয় সারির দল আলেসান্দ্রিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাঁচবারের চ্যাম্পিয়নদের।

এসি মিলানের সামনে এবার শিরোপা খরা ঘোঁচানোর চ্যালেঞ্জ। ২০০২-০৩ মৌসুমে সর্বশেষ ইতালিয়ান কাপ জিতে আঠারবারের লিগ চ্যাম্পিয়নরা।

আলেসান্দ্রিয়ার মাঠে খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মিলান। প্রথমার্ধ শেষের দুই মিনিট আগে পেনাল্টি থেকে ভিজিটরদের লিড এনে দেন বালোতেল্লি। এক গোলেই খেলার নিষ্পত্তি ঘটে। নির্ধারিত সময়ে ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোড় পেলেও ফিনিশিং টানতে ব্যর্থ হন কেইসুকে হোন্ডা-লুইজ আদ্রিয়ানোরা।

ঘরের মাঠে ফাইনাল নিশ্চিতে আগামী ১ মার্চ ফিরতি পর্বের ম্যাচে মাঠে নামবে এসি মিলান। এদিকে, শেষ চারের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে জুভেন্টাস ও ইন্টার মিলান। বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় প্রথম লেগের ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।