ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হ্যাজার্ডকে পেতে জিদানের আল্টিমেটাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
হ্যাজার্ডকে পেতে জিদানের আল্টিমেটাম ছবি: সংগৃহীত

ঢাকা: সাম্প্রতিক সময়ে নেইমারকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদের আগ্রহের বিষয়টি বিশ্ব গনমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। গুঞ্জন উঠছে, ব্রাজিলিয়ান সেনসেশনকে পেতে ১৮০ মিলিয়ন ইউরো দিতেও প্রস্তুত স্প্যানিশ জায়ান্টরা।

কিন্তু, রিয়াল কোচ জিনেদিন জিদানের টার্গেট ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা।

ক্লাব কর্তৃপক্ষকে নাকি জিদান বলে দিয়েছেন, যেকোনো মূল্যে এডেন হ্যাজার্ড দলে নিতে হবে। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। অবশ্য, চেলসি তারকার জন্য রিয়ালের আগ্রহের বিষয়টি নতুন কিছু নয়। গত মৌসুম থেকেই ২৫ বছর বয়সী এ বেলজিয়ান উইঙ্গারের ওপর দৃষ্টি রাখছে লস ব্লাঙ্কসরা।

এদিকে, ইংলিশ দৈনিক ‘দ্য সান’ এর বরাত দিয়ে জানা যায়, হ্যাজার্ডকে দলে পেতে চাইলে রিয়ালকে অন্তত ৮০ মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে। চেলসির পক্ষ থেকে এমন মূল্যই নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানা যায়।

তবে, ট্রান্সফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিয়ালের করা আপিলের রায়ের ওপরই সবকিছু নির্ভর করছে। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদও একই শাস্তির আওতায় পড়েছে। ফিফার রায় বহাল থাকলে আগামী দু’টি ট্রান্সফার উইন্ডোতে তারা কোনো খেলোয়াড় কিনতে পারবে না।

একটি স্প্যানিশ টেলিভিশন শো’তে সাংবাদিক এদুয়ার্দো ইন্ডা বলেন, ‘সামার ট্রান্সফার উইন্ডোতে রিয়ালের প্রধান লক্ষ্যই থাকবে চেলসি উইঙ্গারের দিকে। হ্যার্জাডের সঙ্গে চুক্তি সম্পন্ন করার জন্য মুখিয়ে ‍আছেন জিদান। ’

নেইমারের ব্যাপারেও কথা বলেন ইন্ডা, ‘নেইমারকে দলে ভেড়ানোর লক্ষ্যে তার প্রতিনিধির সঙ্গে আলোচনা শুরু করেছে রিয়াল। তারা ব্রাজিলিয়ান তারকাকে পেতে ১৮০ মিলিয়ন ইউরো দিতেও প্রস্তুত। ’

অন্যদিকে, গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ডেভিড ডি গিয়াকে দলে টানার কথা ভাবছে গ্যালাকটিকোরা। এমনটিই দাবি করেন স্প্যানিশ সাংবাদিক ইন্ডা। গত মৌসুমেও স্প্যানিশ গোলরক্ষকের সঙ্গে চুক্তি সম্পন্নে সর্বোচ্চ চেষ্টা করে রিয়াল। যদিও ডি গিয়া তখন ওল্ড ট্রাফোর্ড ছাড়তে মোটেও আগ্রহী ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।