ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এসপানিওল ম্যাচে ফিরছেন বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসপানিওল ম্যাচে ফিরছেন বেল গ্যারেথ বেল / ছবি: সংগৃহীত

ঢাকা: পায়ের ইনজুরি কাটিয়ে খুব দ্রুতই মাঠে ফিরতে যাচ্ছেন গ্যারেথ বেল। ফিটনেস সমস্যার কারণে রিয়াল বেটিসের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে ছিলেন দলের বাইরে।

তবে এসপানিওলের বিপক্ষে পরবর্তী ম্যাচে খেলার লক্ষ্যে ইতোমধ্যেই অনুশীলনে ফিরেছেন ২৬ বছর বয়সী এ উইঙ্গার।

আগামী রোববার (৩১ জানুয়ারি) এসপানিওলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় ম্যাচটি শুরু হবে। উল্লেখ্য, পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে গ্যালাকটিকোরা। তার ওপর কাতালানরা এখন পর্যন্ত এক ম্যাচ কম (২০) খেলেছে।

প্রথক ট্রেনিংয়ে ব্যায়াম করার পাশাপাশি ফুটবলে অনুশীলন করেন রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা। অফিসিয়ালি বেলের ট্রেনিং সেশনে ফেরার বিষয়টি নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা।

টুইটারে এক বিবৃতিতে বেল জানান, ‘ধীরে ধীরে খেলার উপযোগী হচ্ছি...মাঠে ফেরার খুব কাছাকাছি পর্যায়ে আছি। ’

অন্যদিকে, ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ অনুশীলনে ফিরেছে। আমরা ট্রেনিং সেশনে ফিজিক্যাল ওয়ার্কে দৃষ্টি রাখছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, অনুশীলনে গ্যারেথ বেলের উপস্থিতি। মাঠের বাইরে বালির উপর সে বল দিয়ে ও বল ছাড়া কিছু নির্দিষ্ট ব্যায়াম করে। ’



বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।