ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ওয়ালটন দ্বিতীয় বিভাগ কাবাডি লিগের ফাইনাল বৃহস্পতিবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ওয়ালটন দ্বিতীয় বিভাগ কাবাডি লিগের ফাইনাল বৃহস্পতিবার ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ওয়ালটন দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ-২০১৫’ শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)। এ দিন বিকাল ৩টায় পল্টন কাবাডি স্টেডিয়ামে লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আলী স্পোর্টিং ক্লাব ও সান সাইন স্পোর্টিং ক্লাব।



বুধবার (২৭ জানুয়ারি) আলী স্পোর্টিং ক্লাব ৩৪-১৮ পয়েন্টে মুরাদনগর একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। দিনের অপর ম্যাচে সান সাইন স্পোর্টিং ক্লাব ৩৮-১৮ পয়েন্টে গুলিস্থান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে ওঠে সান সাইন স্পোর্টিং ক্লাব।
 
ওয়ালটন দ্বিতীয় বিভাগ কাবাডি লিগে আটটি দল অংশ নিয়েছিলো। দলগুলো হল-আলী স্পোর্টিং ক্লাব, গুলিস্তান স্পোর্টিং ক্লাব, আইডিয়াল ক্রীড়া চক্র, মনিরুজ্জামান ক্রীড়া চক্র, সান সাইন স্পোর্টিং ক্লাব, মুরাদনগর একাদশ, নালী রিক্রিয়েশন ক্লাব ও জেবি স্পোর্টিং ক্লাব।
 
প্রতিযোগিতার দুইজন সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হবে। এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।