ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বাফুফেকে শেখ জামালের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বাফুফেকে শেখ জামালের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছবি: সংগৃহীত

ঢাকা: শেখ জামালের সঙ্গে চুক্তিবদ্ধ  ৯ ফুটবলারদের ক্লাবে ফিরিয়ে দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন এই ক্লাবটি। নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা প্লেয়ারদের ফিরিয়ে না দেয় তাহলে আসছে এএফসি কাপের চুড়ান্ত পর্বে তারা অংশ নিবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে ক্লাবটির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরি।


 
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে শেখ জামাল ক্লাবে সাংবাদিকদের সামনে এমন হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
 
এসময় তিনি বাফু্ফে’র প্রতি ক্ষোভ প্রকাশ করে জানান, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে হেরে যাওয়ার বাংলাদেশ  জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের আর কখোনোই অবমুক্ত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বরং বাফুফের সহযোগিতায় আমাদের বিভিন্ন ক্লাব আমাদের খেলোয়াড়দের তাদের নিজেদের অঙ্গনে নিয়ে গিয়েছে। ফুটবল ফেডারেশনের এমন পক্ষপাতমুলক আচরণে আমরা রীতিমত বিষ্মিত। ’
 
শেখ জামাল ক্লাবের দাবী অনুসারে আগের চুক্তিবদ্ধ ৯ খেলোয়াড় হলেন, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, রায়হান হাসান, শহিদুল আলম সোহেল, সোহেল রানা, শেখ আলমগীর কবির রানা, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না ও নাসিরউদ্দিন চৌধুরী।
 
 এসময় তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসরে  শেখ জামাল খেলবে কীনা সেই বিষয়টি নিয়েও সংশয় প্রকাশ করেন। এছাড়াও ক্লাবটির কাছ থেকে অগ্রিম টাকা নেয়ার পরও যেসব খেলোয়াড় বাফুফের সহযোগিতায় অন্য ক্লাবে যোগ দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন।
 
সংবাদ সম্মেলনে ক্লাবের কাছ থেকে মামুনল ইসলামের নেওয়া টাকা গ্রহন করার রশিদ পড়ে শোনানো হয় এবং মামুনুল ইসলাম ২০১৪-১৫ মৌসুমে ক্লাবের কাছে পাওনা ১১ লাখ টাকাসহ ২০১৫-১৬ মৌসুমের জন্য অগ্রিম নেওয়া ৫০ লাখ টাকার ৩৩ শতাংশ ১৬ লাখ ৬৬ হাজার টাকার কথা গণমাধ্যম কর্মীদের জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।